শুধু পড়ালেখা করলেই কি সব হয়?
আমরা অনেক সময় ভাবি, ভালো ছাত্র মানেই শুধু বই মুখস্থ করতে হবে। কিন্তু আসলে জীবনটা শুধু বইয়ের পাতায় নয়।
যখন কেউ গান শেখে, ছবি আঁকে, খেলাধুলা করে বা নাটকে অংশ নেয় তখন ওরা নতুন কিছু শেখে, নিজের ভেতরের শক্তি খুঁজে পায়। এই সব এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলো ওদের আত্মবিশ্বাস বাড়ায়, বন্ধুদের সাথে মিলে কাজ করতে শেখায়, আর জীবনটাকে একটু অন্যভাবে দেখতে শেখায়।
পড়ালেখা যেমন দরকার, তেমনই দরকার এসব অতিরিক্ত কাজ কারণ দুটো মিলেই তৈরি হয় আসল শিক্ষা।🧠
তাই শুধু পড়াশোনায় নয়, শখ আর আগ্রহ গুলোতেও সাপোর্ট করি। কে জানে, ওর মধ্যেই লুকিয়ে আছে একজন ভবিষ্যতের লিডার বা আর্টিস্ট? 🌟🌱
