জাতির অগ্রযাত্রা থামাতে চাইলে, আগে নিভিয়ে দিতে হয় তার আলো, কিন্তু সত্যিকারের আলো কখনো নিভে না।
আজ আমরা শ্রদ্ধা জানাই সেই শহীদ বুদ্ধিজীবীদের, যাদের রক্তে লেখা হয়েছে আমাদের স্বাধীনতার অধ্যায়। শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক ও সাহিত্যিকদের এই নিঃস্বার্থ আত্মত্যাগ আমাদের মনে করিয়ে দেয়—একটি জাতির শক্তি শুধু অস্ত্রে নয়, জ্ঞানের আলোতেও।
আসুন, আজকের এই দিনে আমরা প্রত্যেকে শিক্ষা, সত্য ও মানবতার পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি নেই।
