একজন শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই দেন না, তিনি গড়ে তোলেন মানুষের চিন্তা, মূল্যবোধ ও ভবিষ্যতের পথচলা। জাতি গঠনের এই নীরব কারিগরদের নিষ্ঠা, ত্যাগ ও অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানাই জাতীয় শিক্ষক দিবসে। Let’s Spark BD বিশ্বাস করে শিক্ষকের প্রেরণা ও দিকনির্দেশনাই তরুণ প্রজন্মকে গড়ে তোলে দক্ষ, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে।
আজকের এই দিনে সকল শিক্ষকের প্রতি রইল আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ও সম্মান।
