প্রযুক্তি ও আধিনিকতার কল্যানে বর্তমানে চাকরির ক্ষেত্র ব্রিদ্ধে পেয়েছে। আগে যেখানে শুধুমাত্র অফিসে গিয়ে টেবিল চেয়ারে বসে কাজ করাকে বুঝানো হতো তবে কোভিড-১৯ মহামারি আসার পরে চাকরি বাজারে রিমোট জব নামে আরেকটি সেক্টরের ধারণা এসেছে। রিমোট জব আসার কারণে অনেক নারীরা কাজ করার সুযোগ পাচ্ছে কেননা অফিসে বসে কাজ করার মতো সময় বা সুযোগ তাদের অনেক সময় হয়ে ওঠে না। আর যারা কোনভাবে কষ্ট করে অফিস করে তাদের জন্য অফিস ও বাড়ির কাজ সামলাতে গিয়ে অনেক মানসিক সমস্যার সম্মুখীন হতে হয়। যারা বাড়িতে বসে নিঃসঙ্কোচে নির্ভাবনায় কাজ করতে চায় তাদের জন্য রিমোট জব নিঃসন্দেহে সেরা সুযোগ। তবে এর কিছু অসুবিধাও রয়েছে।
চলুন দেখে নেওয়া যাক এই রিমোট জব এবং অন সাইট জবের ভালো ও মন্দ দিক কি কি রয়েছে। যাতে আপনার সিদ্ধান্ত নিতে সুবিধা হয় কোনটা আপনার জন্য উপযুক্ত।
রিমোট জবের সুবিধাঃ
- নির্ভেজাল যাতায়াতের সুযোগ
- সময় অপচয় হয় না
- কাজ শেষে পরিবারকে বেশি সময় দেওয়া যায়
- ট্রাফিক স্ট্রেস না থাকায় কাজের গতি ভালো থাকে
- অনলাইন কাজ তাই যে কোন দেশে কাজ করার সুযোগ পাওয়া যায়
- ভিন্ন ভিন্ন সংস্কৃতি ও ভিন্ন ভিন্ন টিমের সাথে কাজ করার সুযোগ আছে
- বাড়িতে বসে কাজ তাই নিজের পছন্দ মতো সময়ে করা যায়
- বাড়িতে বসে কাজ হওয়ায় অফিসের নিয়ম কানুন মানার বাদ্ধ্যবাধকতা নাই
রিমোট জবের অসুবিধাঃ
- নেটওয়ার্কিং এর সুযোগ কম থাকে
- নিজের কাজ নিজে করতে হয় তাই হাতে কলমে শেখার সুযোগ নাই
- একা একা সব কাজ করতে হয় তাই টিম স্পিরিট খুব একটা থাকে না
- প্রমোশনের সুযোগ কম থাকে
অনসাইট কাজের সুবিধাঃ
- নেটওয়ার্কিং এর সুযোগ তৈরি হয় যেহেতু অফিসে অনেক মানুষের সাথে কাজ করার সুযোগ থাকে
- ক্যারিয়ার গ্রোথ বেশি কারণ কাজের দৃশ্যমানতা থাকে
- সিনিয়রদের কাছ থেকে শেখার সুযোগ থাকে
- রেগুলার অফিসে আসার কারণে অফিসে সবার নজরে আসা যায়
অনসাইট কাজের অসুবিধাঃ
- যাতায়াতে সময় অপচয় হয়
- রেগুলার অফিসে গেলে ব্যাক্তিগত কাজে সময় কম পাওয়া যায়
- অফিস পলিটিক্স, মিটিং সব মিলিয়ে মানসিক অসুস্থতায় থাকতে হয়
প্রকৃতপক্ষে বলা যায় না অনসাইট ভালো কিংবা রিমোট ভালো। বরং আপনার লাইফস্টাইল, ক্যারিয়ার টার্গেট, কাজের ধরনের উপর নিরভর করে কোনটা আপনার জন্য ভালো। যারা কাজে স্বাধীনতা, আরাম ও সময়ের নিয়ন্ত্রন চায় তাদের জন্য রিমোট জব ভালো। তবে যারা ভালো নেটওয়ার্কিং, ক্যারিয়ার গ্রোথ ও শেখার সুযোগ চায় তাদের জন্য অনসাইট হবে আদর্শ পছন্দ।
